৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন
কিশোরগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিল্পী রানীর মত বিনিময় সভা

- Update Time : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৯১ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিল্পী রানী রায়ের নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০ ঘটিকায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের চন্ডির বাজারে উক্ত নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদখানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাছেদুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ফণি ভূষন মজুমদার, চাঁদখানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ধনঞ্জয় রায় শিবু, নয়া মিয়া, গাড়াগ্রাম ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ডা: ফয়সাল শাহ্, বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক আতোয়ারুজ্জামান রতন প্রমুখ।
বক্তারা, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী রানী রায়কে ২১ মে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।