কিশোরগঞ্জে উপজেলা চেয়ারম্যান হলেন রশিদুল ইসলাম

- Update Time : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১৭১ Time View
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার)।
মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এম এম আশিক রেজা।
প্রাপ্য ফলাফল অনুযায়ী ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার)কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার)ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮হাজার ৩৪৩ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট আনারস প্রতীকে পেয়েছেন ২৮হাজার ২০১ভোট।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এম এম আশিক রেজা বলেন, ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোড়া প্রতীক বিজয়ী হয়েছে।