কিশোরগঞ্জে ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

- Update Time : ১০:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৬৮ Time View
নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য, বেগম খালেদা জিয়া’র ভাগিনা জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার (৩ মে) রাতে কিশোরগঞ্জ উপজেলা কাঠালতলী মোড় বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ হয়।
সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের আহবানে এসময় বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ কিশোরগঞ্জ উপজেলা সভার সভাপতি আনার হোসেন আমীর, সহ-সভাপতি বাদশা আলমগীর,বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল(সুপার), উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আহ্সান হাবীব ময়না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়াসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও কিশোরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়েরকৃত মিথ্যা ও ভুয়া মামলায় গ্রেফতার করে সরকার আমাদের কি মেসেজ দিতে চাচ্ছো। প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের মাটি ও মানুষের নেতা তুহিন ভাইয়ের মুক্তি নিশ্চিত করবো।তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে নীলফামারী জেলায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সার্বিক সহযোগিতায়, কিশোরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ ও বাংলাদেশ জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দল কিশোরগঞ্জ উপজেলা শাখা।