কিশোরগঞ্জের তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
- Update Time : ০৫:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২৫ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রমে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০থেকে বেলা ১টা পর্যন্ত বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলসসহ সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহি কর্মকর্তাগণ বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এ তিনটি আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৯ প্রার্থীর মধ্যে বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাতিল ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) বিএনপির বিদ্রোহি হিসাবে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
এ ছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে মনোনয়নপত্র দাখিল করা কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ বাকি ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন যাচাইবাছাই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে ভিড় করে। আজ রবিবার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করা জেলার একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্রও এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি সাত প্রার্থীর অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবেন বলে জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়
















































































































































