কিম জং উনের সঙ্গে রাশিয়ার নিরাপত্তা প্রধানের বৈঠক

- Update Time : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৬১ Time View
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সফররত রাশিয়ার নিরাপত্তা প্রধান সের্গেই শোইগু বৈঠক করেছেন। পরমাণু শক্তিধর দেশটিতে সফরকালে তিনি এই বৈঠক করেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
রাশিয়া ৩০ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। পশ্চিমাদের থেকে পাওয়া সমরাস্ত্রে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় টান পড়েছে রুশ অস্ত্র ভান্ডারেও।
এ অবস্থায় বিভিন্ন দেশ থেকে গোলাবারুদ পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। তারই অংশ হিসেবে পিয়ংইয়ং সফরে এসেছেন শোইগু। তিনি এমন এক সময় এই সফরে আসলেন যখন পশ্চিমাবিশ্ব মস্কোতে অস্ত্র পাঠানোর জন্য পিয়ংইয়ংকে অভিযুক্ত করছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
রাশিয়ার নিরাপত্তা পরিষদও তাদের ওয়েবসাইটে বলেছে, কিমের সঙ্গে শোইগুর বৈঠক প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শোইগু গত মে মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হন।
নওরোজ/এসএইচ