কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতা মুরাদের মৃত্যু
- Update Time : ১২:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১ Time View
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা সূত্র জানায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা চলছিল। মিরপুর থানা পুলিশ গ্রেপ্তারের পর তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢামেকে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মুরাদ হোসেন মিরপুর-১২ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক কমিশনার ছিলেন তিনি। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার।
কারাগার সূত্র আরও জানায়, মুরাদ হোসেন হাজতি হিসেবে কারাগারে ছিলেন এবং তার হাজতি নম্বর ছিল ১৬৪৪/২৫।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































