কালো কাপড়ে ঢাকা পড়ল ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য

- Update Time : ০৩:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ১১৫ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। ছাত্রলীগ কর্মীরা এমনটি করেছেন বলে জানা গেছে। তবে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এটি করেছেন বলে দাবি ছাত্রলীগের ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দেখা যায়, টিএসসির রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে এর নিচে ‘সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’ লেখা একটি ব্যানারও মুড়িয়ে দেওয়া হয়েছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাতে ছাত্রলীগের লাগানো সাইনবোর্ড ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ‘ভেঙে ফেলার’ প্রতিবাদে ছাত্রলীগের একদল নেতাকর্মী এ কাজ করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ছাত্র ইউনিয়নের একদল নেতাকর্মী ছাত্রলীগের লাগানো মেট্রোরেলের সাইনবোর্ড ভাঙা শুরু করেন বলে অভিযোগ করে ছাত্রলীগ। এসময় টিএসসিতে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলেও তারা সাইনবোর্ডের অনেকাংশ ভেঙে ফেলে। তখন ছাত্রলীগের সাথে সংঘর্ষে ছাত্র ইউনিয়নের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করে ছাত্র ইউনিয়ন ।
আহতদের মধ্যে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, কোষাধ্যক্ষ নিজামউদ্দিন ও মাহাথির খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিএসসি এলাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাবি ছাত্রলীগের স্থাপিত একটি বোর্ড ছিঁড়ে ফেলায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার পর রাজু ভাস্কর্য এলাকায় মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ বলেন, দীর্ঘদিন রাজু ভাস্কর্য ব্যানারে ঢাকা ছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যানার তুলে ফেলে। এতে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, শিক্ষার্থীদের বাঁচাতে গেলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিনাদ খানসহ গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাদের ওপরও হামলা করে ছাত্রলীগ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, রাজুর সন্ত্রাসবিরোধী চেতনাকে ঢেকে দেওয়ার জন্য রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়েছে। তাই আমরা রাজু ভাস্কর্যের উল্টা পাশে মিলন চত্বরে সমাবেশ করার সিদ্ধান্ত নিই। কিছু অজ্ঞাতপরিচয় ছেলে রাজু ভাস্কর্যে গিয়ে ছবি ভাঙচুর করে। ছাত্রলীগ মনে করেছে যে এটা আমাদের মিছিল থেকে হয়েছে। তাই তারা আমাদের ওপর হামলা করে। আমাদের সঙ্গে থাকা মশালমিছিলের লাঠি ও তাদের সঙ্গে থাকা লাঠি ও কাঠের টুকরা দিয়ে আমাদের নেতা-কর্মীদের পেটানো হয়।
গণতান্ত্রিক ছাত্র জোটের কেউ প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ছিঁড়েননি বলেও দাবি করেন সালমান সিদ্দিকী।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, গতকাল রাতে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরা রাজু ভাস্কর্যের সামনে যেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলো তারই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ভাস্কর্যের মাথা কালো কাপড়ে মুড়িয়ে দিয়েছে। এর পাদদেশে তাদের (ছাত্র ইউনিয়ন) সন্ত্রাসী কার্যক্রমের কথা উল্লেখ করে ব্যানার লাগিয়ে দিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়