কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর ১০ বছর পূর্তি ও ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- Update Time : ০৮:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৩ Time View
গাজীপুরের কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর ১০ বছর পূর্তি, ৫ম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কালীগঞ্জ ক্যাডেট একাডেমী মাঠে কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম।
একাডেমীর সহকারী শিক্ষিকা ইতি রানী ও নাজনীন সুলতানা মিতুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোন্তাজ উদ্দিন মাষ্টার, পবীর কুমর মিত্র ভজন, সাবেক ছাত্রনেতা নাসিরুল ইসলাম ইমি, নোমান কিন্ডার গার্ডেন এর পরিচালক কাজী মো. নোমান, কালীগঞ্জ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সহ-সভাপতি হাজ্বী মো. শরিফ খাঁন, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া, কালীগঞ্জ থানার উপ পরিদর্শক হায়াতুর রহমান প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বিশিষ্ট সমাজ সেবক মো. মোতালিব, বিশিষ্ট সমাজ সেবক মো. সোহরাব হোসেন, কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. শাহ্ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর যুবদল নেতা নাঈম, কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি সাইফুল ইসলাম খাঁন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সকল প্রকার সহযোগিতার প্রত্যাশা করেন।
প্রধান অতিথি সোলেমান আলম বলেন, আমি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কোমলমতি শিশুরা এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করেছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তাদের রক্তিম শুভেচ্ছা জানাই। আমাদের দলের সুযোগ হলে আমরা কালীগঞ্জ ক্যাডেট একাডেমিকে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ করব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































