কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড প্রদান

- Update Time : ১০:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৪৯ Time View
গাজীপুরের কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৌর এলাকার দড়িসোম গ্রামের বাচ্চু মিয়ার পুত্র বেকারী মালিক হারিজুলকে একটি মামলায় ২৫ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড, একই এলাকার হাবিবুল্লাহর পুত্র ঔষধ ও কসমেটিক্স ব্যবসায়ী মো. আশরাফুলকে স্থানীয় সরকার পৌরসভা আইন ও ঔষধ কসমেটিকস আইনের একটি মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড করেন। পরে কাপাসিয়া মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাঙ্গাল হাওলা গ্রামের সেকান্দার আলীর পুত্র কাপাসিয়া মোড়ের বেকারী ব্যবসায়ী মোশারফ হোসেনকে বিএসটি আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।
এ সময় গাজীপুর বিএসটিআই কর্মকর্তা প্রসিকিউটর অর্নব চক্রবর্তী, বেঞ্চ সহকারী মোঃ আল আমিন ভূইয়া ও কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়