কালীগঞ্জে বিএনপির পথসভা ও মিছিল
- Update Time : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১ Time View
গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে পথসভা ও বর্ণাঢ্য বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্রে কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান এর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ইনজামুল হক জাকির প্রমূখ।
পরে কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্রো হতে বর্ণাঢ্য নির্বাচনী মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এ সময় অন্যান্যের মাঝে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল হাসান (রিপন), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, সালাউদ্দিন আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলম খান, পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী, সাধারণ সম্পাদক নাজমা বেগম, উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































