কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

- Update Time : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৮৬ Time View
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কালীগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক মো. হায়দার আলী শেখ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় রবি সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, গমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন কৃষক পায় ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষকদের মাঝে ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়