কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত
- Update Time : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১১ Time View
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর কাজী ফজলুল হক মার্কেট থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র্যালিটি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ মানবাধিকার, আমাদের প্রতিদিনের মৌলিক চাহিদা’।
পরে কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহাবুব হাসান সবুজ, উপপেষ্টা এম. মোজাম্মেল হক মনজু ও মো.সফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মোড়ল, বক্তারপুর ইউনিয়ন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কাজী ইশতিয়াক আহমেদ নাঈম, তথ্যবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, প্রমুখ।























































































































































































