ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

কালাইয়ে সরিষা চাষীদের চোখে লাভের স্বপ্ন

কালাই,(জয়পুরহাট),প্রতিনিধি
  • Update Time : ০২:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ১০৬ Time View

সরিষা আবাদ করে “চোখে সর্ষে ফুল দেখা” নয়, বরং চোখে লাভের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কালাই উপজেলার সরিষা চাষীরা। কালাই উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে অবারিত হলুদ সরিষা খেত, যা মনমুগ্ধ করছে মানুষকে।

বিস্তীর্ণ মাঠের সরিষা গাছের হলুদ রঙের ফুল পৌষের শীতের রোদে যে কোন ব্যক্তিরই প্রশান্তি বয়ে আনবে। সরিষার ফুলে মাঠ এখন মৌ মৌ গন্ধে মূখরিত। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ানো যেনো এক অপরুপ প্রাকৃতিক দৃশ্য। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুল গুলোকে।

গত কয়েক মৌসুমে সরিষা চাষে কৃষকেরা লাভবান হওয়ায় এবছরেও সরিষা চাষে ঝুঁকে পরেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৫ ইউনিয়নে ৩শত ৮৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জানান কিছু সরিষার জমিতে পোকামাকড় দেখা দিলেও মাঠ পর্যায়ে চাষিদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষভাবে কারিগরি সহযোগিতা দেবার কারণে সরিষা খেত অনেকটা রোগ- বালাই মুক্ত আছে বলে মন্তব্য করছেন। উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা, শাইলগুন, বিয়ালা এলাকার সরিষা খেত চোখে পড়ার মতো।

মাত্রাই গ্রামের মোল্লা পাড়ার সরিষা চাষি হুমায়ুন কবির বলেন, আবহাওয়া ভালো থাকায় প্রতি বিঘাতে ৮-১০ মন সরিষা উৎপাদন হবে বলে আশা করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, সরিষা চাষে কৃষকেরা যাতে কোন সমস্যায় না পরেন এবং যাতে তারা লাভবান হতে পারেন, সে জন্য সার্বক্ষণিক ভাবে আমরা নজর রাখছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

কালাইয়ে সরিষা চাষীদের চোখে লাভের স্বপ্ন

কালাই,(জয়পুরহাট),প্রতিনিধি
Update Time : ০২:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সরিষা আবাদ করে “চোখে সর্ষে ফুল দেখা” নয়, বরং চোখে লাভের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কালাই উপজেলার সরিষা চাষীরা। কালাই উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে অবারিত হলুদ সরিষা খেত, যা মনমুগ্ধ করছে মানুষকে।

বিস্তীর্ণ মাঠের সরিষা গাছের হলুদ রঙের ফুল পৌষের শীতের রোদে যে কোন ব্যক্তিরই প্রশান্তি বয়ে আনবে। সরিষার ফুলে মাঠ এখন মৌ মৌ গন্ধে মূখরিত। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ানো যেনো এক অপরুপ প্রাকৃতিক দৃশ্য। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুল গুলোকে।

গত কয়েক মৌসুমে সরিষা চাষে কৃষকেরা লাভবান হওয়ায় এবছরেও সরিষা চাষে ঝুঁকে পরেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৫ ইউনিয়নে ৩শত ৮৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জানান কিছু সরিষার জমিতে পোকামাকড় দেখা দিলেও মাঠ পর্যায়ে চাষিদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষভাবে কারিগরি সহযোগিতা দেবার কারণে সরিষা খেত অনেকটা রোগ- বালাই মুক্ত আছে বলে মন্তব্য করছেন। উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা, শাইলগুন, বিয়ালা এলাকার সরিষা খেত চোখে পড়ার মতো।

মাত্রাই গ্রামের মোল্লা পাড়ার সরিষা চাষি হুমায়ুন কবির বলেন, আবহাওয়া ভালো থাকায় প্রতি বিঘাতে ৮-১০ মন সরিষা উৎপাদন হবে বলে আশা করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, সরিষা চাষে কৃষকেরা যাতে কোন সমস্যায় না পরেন এবং যাতে তারা লাভবান হতে পারেন, সে জন্য সার্বক্ষণিক ভাবে আমরা নজর রাখছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।