ব্রেকিং নিউজঃ
কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার

নওরোজ ডেস্ক
- Update Time : ০৭:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৭ Time View
চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রায় পৌনে ৪ বছর পর কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গাড়িতে করে বের হলেও গণমাধ্যমকর্মীসহ উপস্থিত কারও সঙ্গে কথা বলেননি তিনি।
এর আগে গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের জামিন বহাল রেখে আদেশ দেন।
২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নৃশংসভাবে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বাবুল আক্তার সেই মামলায় আসামি হন।
নওরোজ/এসএইচ