ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কারাবন্দি ইমরান খান, নির্বাচনের প্রস্তুতি কমিশনের

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৮৪ Time View

পাকিস্তানের রাজনৈতিক-অর্থনৈতিক সংকট যেনো কাটছেই না। এদিকে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটির নির্বাচন কমিশন।

অন্যদিকে তোশাখানা মামলায় জামিন পেলেও গোপন তথ্য প্রকাশের (সাইফার) মামলায় এখনো কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, ২৭ সেপ্টেম্বর সীমানার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নতুন আদমশুমারির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা হচ্ছে।

কমিশন আরও জানায়, সীমানা নির্ধারণের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নির্বাচনী এলাকার চূড়ান্তা তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও সাইফার মামলায় অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের।

আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত।

এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। যদিও এই মামলায় জামিনের পরই সাইফার মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

কারাবন্দি ইমরান খান, নির্বাচনের প্রস্তুতি কমিশনের

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানের রাজনৈতিক-অর্থনৈতিক সংকট যেনো কাটছেই না। এদিকে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটির নির্বাচন কমিশন।

অন্যদিকে তোশাখানা মামলায় জামিন পেলেও গোপন তথ্য প্রকাশের (সাইফার) মামলায় এখনো কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, ২৭ সেপ্টেম্বর সীমানার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নতুন আদমশুমারির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা হচ্ছে।

কমিশন আরও জানায়, সীমানা নির্ধারণের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নির্বাচনী এলাকার চূড়ান্তা তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও সাইফার মামলায় অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের।

আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত।

এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। যদিও এই মামলায় জামিনের পরই সাইফার মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়।