কারমাইকেল কলেজ ক্যাম্পাসে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

- Update Time : ০৮:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ২৪৪ Time View
কারমাইকেল কলেজ শাখার ছাত্রনেতা সাদ্দাম হোসেন বিপ্লবের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে (৩০ জুলাই) রবিবার সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কলেজ ক্যাম্পাসে ছাত্রনেতা তাসকিন আহমেদ ফয়সালের নেতৃত্বে প্রথমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে মিছিল শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ – রংপুর সরকারি কলেজ ও রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি জসীম আহমেদ রিজভী, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্ত্থী পরিষদের সম্মানিত আহবায়ক রেজওয়ান আহমেদ সৌধ। এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকল অনিয়ম, দুর্নীতি, লুটেপাট, শিক্ষাবানিজ্য, হল দখল বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বহমান সহ কারমাইকেল কলেজ শাখার প্রাণীবিদ্যা বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র, কলেজ শাখা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বিপ্লবের নামে ষড়যন্ত্র মূলক অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি করেন । সেই সাথে হুশিয়ার বার্তা জানান দেন অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করা না হলে সাধারণ শিক্ষার্থী সহ সকল প্রগতিশীল সংগঠন গুলোকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।