কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ

- Update Time : ১১:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১৮০ Time View
রাজধানীর কামরাঙ্গীরচরে গণসংযোগ করেছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
আজ শুক্রবার কামরাঙ্গীরচর হাফিজ্জি হুজুর মাদ্রাসা মসজিদে জুম্মার নামায আদায় শেষে এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি।
রাজপথের ত্যাগী ও লড়াকু সৈনিক, শেখ হাসিনার আতংক ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র আপন ছোট ভাই আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
কামরাঙ্গীরচর থানা জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও প্রবিন সাংবাদিক দৈনিক নওরোজ সম্পাদক আলহাজ্ব শামসুল হক দুররানী সহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
এর আগে, কামরাঙ্গীরচর হাফিজ্জি হুজুর মাদ্রাসা মসজিদে মুসুল্লিদের বিশাল সমাবেশে তার আপন ভাই ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আত্বার মাগফেরাত কামনা করে মুসুল্লিদের কাছে দোয়া চান রিয়াজ উদ্দিন মনি।
এসময় মনি বলেন, কামরাঙ্গীরচরের আজকের হাসপাতাল, গ্যাস-বিদ্যুৎ সংযোগ সহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করে গেছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তার আমলে এই কামরাঙ্গীরচর সহ ঢাকা-৭ আসনের কোথাও কোনো চাঁদাবাজ পয়দা হতে দেননি তিনি। চাঁদাবাজি তো দুরের কথা সে সময় চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সর্বদা তার অবস্থান ছিলো কঠোর। এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি যেমন ছিলেন প্রতিশ্রুতি বদ্ধ তেমনি তার দলের নেতাকর্মীদের প্রতি তার নির্দেশ ছিলো সকল পরিস্থিতে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
মনি বলেন, আজকে এই কামরাঙ্গীরচর অনেক উন্নত হয়েছে, এখানে জনগণের সংখ্যা প্রায় ১২ লাখের মত। অথচ একটা সময় এখানে মানুষ নিজের বাড়ি বানিয়ে বসবাস করার কথাও চিন্তা করতে ও সঙ্কোচ বোধ করতো এখানকার যাতায়াত ব্যাবস্থা এবং নিরাপত্তাহীনতার কারনে। আজ এতো এতো সুউচ্চ বাড়ি-ঘর, কল-কারখানা, রাস্তা-ঘাট নির্মাণ হয়েছে এর পেছনে অবশ্যই আমার ভাই নাসির উদ্দিন পিন্টুর অবদান রয়েছে। সে অবদান এই এলাকার জনগন কখনই অস্বীকার করবে না।
তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে এই এলাকার আর কোন উন্নয়ন হয়নি। কামরাঙ্গীরচর রয়ে গেছে অবহেলিত। এই কামরাঙ্গীরচরের সকল জনগন আমার ভাইকে ভালোবেসে যোগ্য ভেবে ভোটের মাধ্যমে এই ঢাকা-৭ এর সাংসদ বানিয়েছিলেন।
এই কামরাঙ্গীরচরকে নতুন শহর মডেল টাউন বানানোর স্বপ্ন দেখেছিলেন পিন্টু ভাই। তার সেই সপ্নকে পুরোপুরি বাস্তবে রুপান্তরিত করতে দেয়নি স্বৈরাচার পতিত সরকার। দল এবং জনগনের প্রতি তার ভালবাসা ছিলো অগাধ।
তিনি বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আজীবন স্বপ্ন ছিলো লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকার উন্নয়ন। কামরাঙ্গীরচরের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সহ রাস্তা ঘাটের উন্নয়ন করে গেছেন পিন্টু ভাই।
কামরাঙ্গীরচরের একমাত্র হাসপাতালটি পিন্টু ভাইয়ের চেষ্টায়ই গড়ে উঠেছে। হাসপাতালের এই জমি ভূমি দস্যুদের কবল থেকে উদ্ধার করে তিনিই প্রথম মাটি ভরাট করেছিলেন। যার উপর গড়ে উঠেছে কামরাঙ্গীরচরের একমাত্র হাসপাতালটি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত স্নেহভাজন নাসির উদ্দিন পিন্টু যখন যেই দায়িত্ব পেয়েছেন, একাগ্রতা ও নিষ্ঠার সাথে তা পালন করেছেন।
ছাত্রদলের কান্ডারি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শক্ত অবস্থানের যে ভিত রচিত হয়েছে তাতেও রয়েছে পিন্টু ভাইয়ের অবদান।
রাজপথে পুলিশের বেধড়ক পিটুনির মুখেও মাঠ ছেড়ে পালাননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচার সরকারের পুলিশের গুলি শরীরে বহন করে গেছেন। তার দেহ থেকে গুলি অপসারণ করলে মৃত্যু ঝুকির আশঙ্কায় সারাজীবন তিনি গুলির বেথায় কাঁতরিয়ে বেরিয়েছেন। অসহনীয় যন্ত্রণায় তাকে দেখেছি বিছানায় ছটফট করতে।তারপরও তিনি হাসি মুখে দেশ দল ও জনগনের খেদমত করে গেছেন।
রিয়াজ উদ্দিন মনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমার পিতার লাশটিও দেখতে দেয়নি আমাকে। আমার বড় ভাইকে কারাগারে নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করা হয়েছে। বড় ভাইকে হত্যা করেই ক্ষান্ত হয়নি পতিত স্বৈরাচার। আমার পুরো পরিবারের উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। প্রাণ রক্ষার্থে এতোগুলো বছর বিদেশে পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে।
পরিশেষে মনি বলেন, আপনারা আমাকে সুযোগ দিলে নাসির উদ্দিন পিন্টুর অসমাপ্ত কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পিছপা হবো না। মহান রাব্বুল আ’লামীন যদি জীবনে আমাকে সুযোগ দেন, তাহলে পিন্টু ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইন শা আল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়