ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টিভি-নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিও প্রচারের অনুরোধ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ সাবেক স্ত্রী মিমের ৩০ দিনের ‘নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ যাচ্ছে ইউক্রেন ইসরাইলকে বয়কট, নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করল সৌদি ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ, প্রতি ঘণ্টায় ব্যয় ১ বিলিয়ন ডলার! ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপনে ‘ইউমে তাশাক্কুর’ পালন করছে পাকিস্তান ভারতে ইউটিউব চ্যানেল ব্লক, আইনি পদক্ষেপের ঘোষণা ইলিয়াসের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন ও পাকিস্তান আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর

কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮২ Time View

মার্কিন র‌্যাপার কানিয়ে ওয়েস্ট এবং তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি সম্পর্কের মধ্যে চরম টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার, এএফপি খবর প্রকাশ করে যে, এই দম্পতি আলাদা হয়ে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন। এর মাধ্যমে তাদের সম্পর্কের শেষ মুহূর্তের আরও এক অধ্যায় সূচিত হল।

টিএমজি’র এক প্রতিবেদনে জানা যায়, ৩০ বছর বয়সী স্থপতি বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে ৫০ লাখ ডলার পাবেন। একদিকে যেখানে তাদের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে অন্যান্য ঘটনা তাদের ব্যক্তিগত জীবনকে আরও জটিল করেছে।

সম্প্রতি, গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি বিতর্কিত দৃশ্যের সৃষ্টি হয়। লাল গালিচায় উপস্থিত হয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানিয়ে ওয়েস্টের হাত ধরে হাঁটছিলেন বিয়াঙ্কা, যা দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, বিশেষত কানিয়ে (৪৭) যদি তার স্ত্রীর ওপর তার মতামত আরোপ করে থাকেন, যদিও কানিয়ে দাবি করেছেন যে, বিয়াঙ্কার ইচ্ছার বিরুদ্ধে তিনি তাকে কিছু করতে বাধ্য করেননি।

এরপর, কানিয়ে তার সামাজিক মাধ্যম এক্সে তার আচরণ নিয়ে উন্মোচিত মন্তব্য করেন। তিনি নিজেকে ‘ইয়ে’ বলে পরিচয় দিয়ে ‘নাৎসি’ হিসেবে অভিহিত করেন এবং জানান, তার স্ত্রীর ওপর তার ‘কর্তৃত্ব’ রয়েছে। কানিয়ের এ ধরনের অস্বাভাবিক পোস্ট এবং মন্তব্য তাকে আরও বেশি বিতর্কের শিকার করেছে।

এক্স অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়, যদিও এটি কানিয়ের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়েছে, তা পরিষ্কার নয়। এরই মধ্যে, কানিয়ের ওয়েবসাইট বন্ধ করে দেয় ই-কমার্স সেবাদাতা শপিফাই, কারণ সেখানে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রি করা হচ্ছিল।

এই ঘটনার পর, কানিয়ের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাকে জানান যে, এমন কর্মকান্ডের সঙ্গে তিনি যুক্ত হতে চান না। এদিকে, কানিয়ের সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাস দাবি করেছেন, বিচ্ছেদের গুজব কিছুটা অতিরঞ্জিত। তিনি বলেন, “ইয়ে এবং বিয়াঙ্কা সম্প্রতি লস অ্যাঞ্জেলসে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করতে গিয়েছিলেন, এবং তাদের সম্পর্ক নিয়ে যদি কিছু জানানোর থাকে, তা তারা নিজেই করবেন।” কানিয়ে তার বাইপোলার ডিজঅর্ডারের কথা স্বীকার করে, এক সময় কিম কারদাশিয়ানকেও বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তাদের চার সন্তান রয়েছে। বিয়াঙ্কা ও কানিয়ের সম্পর্কের এই টানাপোড়েন এবং বিতর্কে, তারা যেন এক নতুন জীবনের সন্ধান করছেন, তবে আগামীদিনে কী হবে তা শুধু সময়ই বলবে।

Please Share This Post in Your Social Media

কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ

বিনোদন ডেস্ক
Update Time : ১১:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন র‌্যাপার কানিয়ে ওয়েস্ট এবং তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি সম্পর্কের মধ্যে চরম টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার, এএফপি খবর প্রকাশ করে যে, এই দম্পতি আলাদা হয়ে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন। এর মাধ্যমে তাদের সম্পর্কের শেষ মুহূর্তের আরও এক অধ্যায় সূচিত হল।

টিএমজি’র এক প্রতিবেদনে জানা যায়, ৩০ বছর বয়সী স্থপতি বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে ৫০ লাখ ডলার পাবেন। একদিকে যেখানে তাদের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে অন্যান্য ঘটনা তাদের ব্যক্তিগত জীবনকে আরও জটিল করেছে।

সম্প্রতি, গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি বিতর্কিত দৃশ্যের সৃষ্টি হয়। লাল গালিচায় উপস্থিত হয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানিয়ে ওয়েস্টের হাত ধরে হাঁটছিলেন বিয়াঙ্কা, যা দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, বিশেষত কানিয়ে (৪৭) যদি তার স্ত্রীর ওপর তার মতামত আরোপ করে থাকেন, যদিও কানিয়ে দাবি করেছেন যে, বিয়াঙ্কার ইচ্ছার বিরুদ্ধে তিনি তাকে কিছু করতে বাধ্য করেননি।

এরপর, কানিয়ে তার সামাজিক মাধ্যম এক্সে তার আচরণ নিয়ে উন্মোচিত মন্তব্য করেন। তিনি নিজেকে ‘ইয়ে’ বলে পরিচয় দিয়ে ‘নাৎসি’ হিসেবে অভিহিত করেন এবং জানান, তার স্ত্রীর ওপর তার ‘কর্তৃত্ব’ রয়েছে। কানিয়ের এ ধরনের অস্বাভাবিক পোস্ট এবং মন্তব্য তাকে আরও বেশি বিতর্কের শিকার করেছে।

এক্স অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়, যদিও এটি কানিয়ের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়েছে, তা পরিষ্কার নয়। এরই মধ্যে, কানিয়ের ওয়েবসাইট বন্ধ করে দেয় ই-কমার্স সেবাদাতা শপিফাই, কারণ সেখানে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রি করা হচ্ছিল।

এই ঘটনার পর, কানিয়ের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাকে জানান যে, এমন কর্মকান্ডের সঙ্গে তিনি যুক্ত হতে চান না। এদিকে, কানিয়ের সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাস দাবি করেছেন, বিচ্ছেদের গুজব কিছুটা অতিরঞ্জিত। তিনি বলেন, “ইয়ে এবং বিয়াঙ্কা সম্প্রতি লস অ্যাঞ্জেলসে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করতে গিয়েছিলেন, এবং তাদের সম্পর্ক নিয়ে যদি কিছু জানানোর থাকে, তা তারা নিজেই করবেন।” কানিয়ে তার বাইপোলার ডিজঅর্ডারের কথা স্বীকার করে, এক সময় কিম কারদাশিয়ানকেও বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তাদের চার সন্তান রয়েছে। বিয়াঙ্কা ও কানিয়ের সম্পর্কের এই টানাপোড়েন এবং বিতর্কে, তারা যেন এক নতুন জীবনের সন্ধান করছেন, তবে আগামীদিনে কী হবে তা শুধু সময়ই বলবে।