কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প
- Update Time : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৩৪ Time View
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে। তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে একটি টিভি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেছেন।
এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন সম্প্রতি জানিয়েছে, কানাডা প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে, যা মিথ্যা।’
বছরের শুরুতেই ট্রাম্প কানাডিয়ান স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক আরোপ করেন। জবাবে অটোয়াও পাল্টা পদক্ষেপ নেয়। কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষ স্টিল ও অ্যালুমিনিয়ামের খাতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘অশোভন আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো।’
কানাডা সরকার এই বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ককে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ হিসেবে ব্যবহার করে আসছেন। তার বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের শুল্ক এমন স্তরে পৌঁছেছে, যা ১৯৩০-এর দশকের পর থেকে সর্বোচ্চ।
তিনি নিয়মিত আরও শুল্ক আরোপের হুমকি দিয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, যদি ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয়, তাহলে কানাডা তাদের বাজারে যুক্তরাষ্ট্রকে অন্যায়ভাবে প্রবেশ করতে দেবে না।







































































































































































































