কাদিয়ানীদের অতিসত্বর অমুসলিম ঘোষণা করুন – আল্লামা মুহিব্বুলাহ বাবুনগরী

- Update Time : ০৭:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৭২ Time View
কাদিয়ানীদের অতিসত্বর অমুসলিম ঘোষণার দাবী জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। কারন কাদিয়ানীরা মুসলমান দাবী করে ইসলামের ঈমান-আক্বীদার সাথে চরম বেয়াদাবী করছে। নবীর শানে বেয়াদবি করছে।
২৫ অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী ‘শানে রেসালাত সম্মেলন’- এ ফেনীর ঐতিহাসিক মিযান ময়দানের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও: ওমর ফারুক এর পরিচালনায় উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব,যুগ্ন মহাসচিব যথাক্রমে মাওলানা মামুনুল হক, মাও: আজিজুল হক ইসলামাবাদী, মুফতী হারুন ইজহার প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ২০১০ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠিত হওয়ার পর ২০১৩ সালে শাপলা চত্বরে অগনিত নেতাকর্মী শহীদ হয়েছে, আহত হয়েছে হাজার হাজার, রক্ত দিয়েছে ১৬, ২১ ও ২৪ সালে বহু ওলামায়ে কেরাম। দেশ নিয়ে ছিনিমিনি খেললে হেফাজতে ইসলাম বসে থাকবেনা। দেশ রক্ষা করা ঈমানী দায়িত্ব।
আল্লমা মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা মোদির কোলে বসে চক্রান্ত করছে, তাই সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। বুঝতে হবে দাদা বাবুরা যাদের আশ্রয় দিয়েছে তারা ইসলামের শত্রু।
তিনি বলেন, মরহুম আল্লামা আজিজুল হক সকল ইসলামী দলকে এক করতে চেয়েছিলেন জালিমরা তা সহ্য করতে পারেনি। আল্লামা শফি (রহ.),আল্লামা বাবুনগরী (রহ.) , আল্লামা আজিজুল হক (রহ.)কে সহ বহু হক্কানী আলেমকে তারা নির্যাতন করেছ। বহু জুলুমের পর স্বৈরাচারী সরকারকে বেইজ্জতি হয়ে পালিয়ে যেতে হয়েছে। রক্তপিপাসু হাসিনা ‘২১ সালে মোদীকে সন্তুষ্ট করতে অনেককে শহীদ-পঙ্গু করেছে,কারাগারে আয়না ঘরে রেখে অত্যাচার করা হয়েছে, হাসিনার প্রেতাত্নাকে আমরা ভয় করিনাই। হেফাজতে ইসলাম ইসলামকে রক্ষা করার জন্য যে কোন সময় জান ও মাল কুরবানি করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।
হেফাজত নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম শাপলা চত্বরে হত্যা,বিডিআর হত্যা,২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে বর্বর হত্যা,’২৪সালে বৈষম্য বিরোধী যুদ্ধে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার বিচার চল্লিশ দিনের মধ্যে শুরু না করলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আবারও শাপলা চত্বরে মঞ্চ করবে বলে হুশিয়ারী দেন। আওয়ামী লীগের দোসর অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে হিন্দুস্হানের ইশারায় ষড়যন্ত্র বাদ দিয়ে অতি সত্বর পদত্যাগ করার দাবী জানান।
সকল মতভেদ ভুলে ইসলামী দলগুলো এক হলে আগামীতে আলেম ওলামারা দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে শিক্ষানীতি প্রনয়নেরও আহবান জানানো হয়। সম্মেলনে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ অংশ গ্রহন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়