কাঠমিস্ত্রি আব্বাস হত্যায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

- Update Time : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৫১ Time View
রাজধানীর পল্লবীতে কাঠমিস্ত্রি শেখ মো. আব্বাস হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পঞ্চনন্দ সরকার, আ. ছাত্তার ওরফে ল্যাংড়া ছাত্তার, লক্ষণ ও স্বপন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে পঞ্চনন্দ সরকার কারাগারে ছিলেন। রায়ের আগে তাকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
খালাস পাওয়া আসামিরা হলেন জুয়েল ওরফে আবুল খায়ের, দুখাই ওরফে গণেশ চন্দ্র শীল, নীলকান্ত মণ্ডল, ভবেন চন্দ্র সরকার, শামীম ও সিরাজ ওরফে সিরাজুল ইসলাম।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৩ সালের ১১ মে রাত দেড়টার দিকে শেখ মো. আব্বাস ও তার সহকর্মী মনির হোসেন বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উত্তর কালশী এলাকায় রাস্তার ওপর আব্বাসকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরদিন আব্বাসের ভাই শেখ আক্কাস আলী পল্লবী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৪ সালের ১৩ জুন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মিরাশ উদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।