কাকে ইঙ্গিত করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না
- Update Time : ০৭:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View
সম্প্রতি দলীয় জোট ও আসন বণ্টন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তার এই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’
এদিকে আজ (সোমবার) বিকেলে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।
তিনি বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত। দেশে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।
তিনি বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না। কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































