ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কাউন্টারে বসে সিনেমার টিকিট বেচলেন দেব-সৃজিত

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / ১১৭ Time View

আর মাত্র ৩ দিন বাকি, তারপরই বড় পর্দায় আসছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এদিকে তার দুজন মিলে আসন্ন ছবির টিকিট বিক্রি করলেন। কথা মতোই বারুইপুরের এসফিএফ সিনেমায় গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান।

এক অনুরাগী দেবকে এত কাছ থেকে দেখে অঝোরে কেঁদেও ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন। দেব-সৃজিতকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ভক্তরাও।

বর্তমানে ‘টেক্কা’র টিম নিয়ে জমিয়েই সিনেমা প্রচার করছেন দেব-সৃজিত। সাক্ষাৎকারের পাশাপাশি ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। ‘টেক্কা’ সিনেমায় একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে দেখা যাবে দেবকে। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। স্বস্তিকার চরিত্রও কম গুরুত্বপূর্ণ নয়। সাংবাদিক ইরার চরিত্রে পর্দা মাতাবেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে সৃজিতের ‘টেক্কা’। দেব, রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা ছাড়া সিনেমায় আরও রয়েছেন, সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিকসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

কাউন্টারে বসে সিনেমার টিকিট বেচলেন দেব-সৃজিত

বিনোদন ডেস্ক
Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

আর মাত্র ৩ দিন বাকি, তারপরই বড় পর্দায় আসছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এদিকে তার দুজন মিলে আসন্ন ছবির টিকিট বিক্রি করলেন। কথা মতোই বারুইপুরের এসফিএফ সিনেমায় গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান।

এক অনুরাগী দেবকে এত কাছ থেকে দেখে অঝোরে কেঁদেও ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন। দেব-সৃজিতকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ভক্তরাও।

বর্তমানে ‘টেক্কা’র টিম নিয়ে জমিয়েই সিনেমা প্রচার করছেন দেব-সৃজিত। সাক্ষাৎকারের পাশাপাশি ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। ‘টেক্কা’ সিনেমায় একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে দেখা যাবে দেবকে। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। স্বস্তিকার চরিত্রও কম গুরুত্বপূর্ণ নয়। সাংবাদিক ইরার চরিত্রে পর্দা মাতাবেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে সৃজিতের ‘টেক্কা’। দেব, রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা ছাড়া সিনেমায় আরও রয়েছেন, সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিকসহ অনেকেই।