কলকাতা বিমানবন্দরের কাঁচ ভেঙে পালানোর চেষ্টায় বাংলাদেশি যুবক গ্রেফতার

- Update Time : ১১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২৮ Time View
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ট্রানজিট টার্মিনালের কাঁচ ভেঙে পালানোর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।
২৫ বছর বয়সী বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ আশরাফুল। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। আশরাফুল সিঙ্গাপুরে কাজ করেন।
পুলিশ সুত্রে বলা হয়েছে, শুক্রবার বিকেলে সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে যুবকটি কলকাতায় পৌঁছান। তার ঢাকার উদ্দেশ্যে একটি সংযোগকারী ফ্লাইটে ওঠার কথা ছিল। তবে, আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করার সময় আশরাফুল হঠাৎ টার্মিনালের কাঁচের দেয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা যুবককে আটক করেন। তাঁকে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন।
জানা গিয়েছে, তার কথাবার্তা ছিল অসংলগ্ন। পরে আশরাফুলকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। তবে বড় কোনও গোলমাল হয়নি। কিন্তু যুবক কেন এই ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আবার অনেকে মনে করছেন, কোনোভাবে আচমকার শক পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন আশরাফুল।
মূলত, যারা ভায়া কলকাতা হয়ে একদেশ থেকে অন্য দেশে যান, তাদের জন্য নির্দিষ্ট জায়গা থাকে। যাকে বলা হয় আন্তর্জাতিক ট্রানজিট পয়েন্ট। সেখান থেকে বিদেশি যাত্রীরা বেরোতে পারেন না। আশরাফুলের ক্ষেত্রেও বিষয়টা তাই। কলকাতায় অবতরণ করলেও ভারতের ভিসা ছিল না, ফলে তাকে নির্দিষ্ট ট্রানজিট পয়েন্টে অপেক্ষা করতে হয়।
শুক্রবার (১ আগস্ট) রাতে কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, দুপুরে আশরাফুল যখনই ওই স্থানের কাঁচের দেয়াল ভেঙে টার্মিনালের অন্য প্রান্তে দিয়ে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে সেই খবর পৌঁছে যায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে।
কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এসে ধরে ফেলেন আশরাফুলকে। যদিও তার আগেই ধাক্কা দিয়ে কাঁচ ভাঙার ফলে, হাত কেটে যায় ওই যুবকের, রক্তক্ষরণ হয় তার। পরে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে চিকিৎসা করানো হয় তাকে। পরে অস্থায়ী ল্যান্ডিং পারমিটের ব্যবস্থা করে তাকে তুলে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দর থানার পুলিশের হাতে। ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশরাফুলকে।
জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কিছু অসংলগ্ন মন্তব্য করতে থাকেন। তিনি জানান, ‘আল্লাহ তাঁকে বলেছেন সূর্যের আলোয় তাঁর ক্ষমতা বাড়াবে’। এই মন্তব্যে অবাক হয়ে যান নিরাপত্তারক্ষীরা। এরপর, সিআইএসএফ এর পক্ষ থেকে তাকে তুলে দেওয়া হয় এনএসসিবিআই বিমানবন্দর থানার হাতে। সেখানে আরও জিজ্ঞাসাবাদের পর আশরাফুলকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।
এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের মানসিক অবস্থার পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের সাহায্য নেওয়া হতে পারে। পাশাপাশি তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করেছে বিধাননগর কমিশনারেট।
জানা যায়, নারায়ণগঞ্জে বাসিন্দা আশরাফুল। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন। তবে ভারতের ভিসা না থাকা সত্ত্বেও কেন তিনি কলকাতায় ঢুকতে চাইছিলেন তা শুক্রবার রাত পর্যন্ত স্পষ্ট হয়নি।
গোয়েন্দা সূত্রের খবর ওই যুবকের বেশ কিছু কথাবার্তা সন্দেহজনক বলে মনে হয়েছে। আবার অনেকে মনে করছেন, কোনোভাবে আচমকার শক পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন আশরাফুল।