ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৩৮ Time View

শান্তা পাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কলকাতার যাদবপুর থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ সম্প্রতি বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড,আধার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ তদন্তাধীন। পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে তিনি ভারতীয় নাগরিকত্বের এসব প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল, তাও যাচাই করা হচ্ছে।

রূপেশ কুমার জানান, গত ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এমনকি একটি বিমানসংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের নজরে আসেন। শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে ছিলেন। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করার সময়ও ভিন্ন ঠিকানা দেন তিনি, যা পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়।

পুলিশের সন্দেহ—এতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে সম্ভব এবং কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

তদন্তে নেমে শান্তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। তারা এখন খুঁজে দেখছে, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। সেই সূত্রে ইউইডিএআই ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শান্তার কর্মজীবন শুরু। বাংলাদেশের দুটি নামি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তিনি। বাংলাদেশে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। সে সময় প্রতিযোগিতার অনিয়মের অভিযোগ তুলে আলোচিত হয়েছিলেন তিনি। অভিনয় জীবনে তাঁর বড়পর্দায় অভিষেক হয়েছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এছাড়া তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও।

কলকাতা পুলিশ এখন খতিয়ে দেখছে—শান্তার কাছে পাওয়া আধার ও ভোটার কার্ড আসল নাকি জাল। সেই সঙ্গে কোন নথির ভিত্তিতে এসব কার্ড তৈরি হয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

বিনোদন ডেস্ক
Update Time : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

কলকাতার যাদবপুর থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ সম্প্রতি বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড,আধার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ তদন্তাধীন। পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে তিনি ভারতীয় নাগরিকত্বের এসব প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল, তাও যাচাই করা হচ্ছে।

রূপেশ কুমার জানান, গত ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এমনকি একটি বিমানসংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের নজরে আসেন। শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে ছিলেন। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করার সময়ও ভিন্ন ঠিকানা দেন তিনি, যা পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়।

পুলিশের সন্দেহ—এতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে সম্ভব এবং কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

তদন্তে নেমে শান্তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। তারা এখন খুঁজে দেখছে, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। সেই সূত্রে ইউইডিএআই ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শান্তার কর্মজীবন শুরু। বাংলাদেশের দুটি নামি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তিনি। বাংলাদেশে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। সে সময় প্রতিযোগিতার অনিয়মের অভিযোগ তুলে আলোচিত হয়েছিলেন তিনি। অভিনয় জীবনে তাঁর বড়পর্দায় অভিষেক হয়েছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এছাড়া তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও।

কলকাতা পুলিশ এখন খতিয়ে দেখছে—শান্তার কাছে পাওয়া আধার ও ভোটার কার্ড আসল নাকি জাল। সেই সঙ্গে কোন নথির ভিত্তিতে এসব কার্ড তৈরি হয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা চলছে।