ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান
কর্মশালার মূল লক্ষ্য দক্ষতা ও পেশাগত মান উন্নত করা
- Update Time : ১০:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৫৬ Time View
- ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান বলেছেন, কর্মশালার মূল লক্ষ্য হলো কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা, জ্ঞান এবং পেশাগত মানকে আরও উন্নত করা, যা আমাদের বিচার কাজ আরোও সমৃদ্ধ হবে এবং জনগণের সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
প্রযুক্তি ও সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নিজেদেরকেও সেভাবে প্রস্তুত করতে হবে। আজকের কর্মশালায় আমরা শিখব কীভাবে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে দাপ্তরিক কাজকে আরও সহজ ও দ্রুত করা যায়। আমরা জানব বিচার কাজে কিভাবে আরও আধুনিকায়নে সহায়তার স্থাপন করা যায়, কীভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে পেশাগত নৈতিকতা ও শিষ্টাচার মেনে সর্বোচ্চ সেবা প্রদান করা যায়।

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আয়োজিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার কাজে সহায়ক কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের দক্ষতা বৃদ্ধি ও আত্ন-উন্নয়নের লক্ষ্যে ৯ ও ১০ ডিসেম্বর ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্যে রাখেন ডাঃ মোহাম্মদ মাহমুদুল হাসান।
এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার নথি গ্রহণ, রেকর্ড রুমে প্রেরণ, বিভিন্ন সংস্থায় রায়/আদেশ পাঠানো উপর বক্তব্যে রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমি নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা উপর বক্তব্যে রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর বিভিন্ন রেজিস্ট্রার সংরক্ষণ ও পরিচালনার উপর বক্তব্যে রাখেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম- নেজারতের কাজ ও পদ্ধতির উপর বক্তব্যে রাখেন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক- নথি বিন্যাস ও শারীরিক ব্যায়ামের উপর বক্তব্যে রাখেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কাজে সহায়ক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





















































































































































































