করোনায় আরও একজনের মৃত্যু

- Update Time : ০৫:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৩১ Time View
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনা শনাক্ত হয়নি।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি। চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এ যাবত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২০ জন।
গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত এক কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১৬০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।