ব্রেকিং নিউজঃ
করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ২৪৬ Time View
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সোমবার থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন বলে জানান শায়রুল কবির।
শায়রুল কবির খান বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন মহাসচিব স্যার। তিনি গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন।’
তিনি আরো বলেন, ‘আজ মির্জা ফখরুল স্যার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই করোনার চিকিৎসা নেবেন।’
এর আগেও বেশ কয়েকবার করোনায় আক্রান্ত হন ফখরুল।