ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

কয়েকটি উপায়ে ঠোঁটে গোলাপি আভা নিয়ে আসুন

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
  • Update Time : ০৬:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪৭ Time View

আমরা ত্বক ও চুলের যতটা গুরুত্ব দিয়ে থাকি ঠোঁটের ততটা গুরুত্ব দেওয়া হয় না। ঠোঁটের আমরা বরাবরই অবহেলা করি। দিনের বেশির ভাগ সময় রোদে কাটালে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ঠোঁটের রঙ কালচে হয়ে যায়। এ ছাড়া ধূমপান ও তামাকের আসক্তি থাকলেও ঠোঁট কালো হওয়ার ঝুঁকি বাড়ে।

গোলাপি ঠোঁট পেতে চাইলে ঠোঁটের বাড়তি নিতে হবে। কী কী করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং ঠোঁট গোলাপি হবে চলুন জেনে নেই।

১. ঠোঁটের গোলাপি রং ধরে রাখতে নিয়মিত স্ক্রাবিং করা জরুরি। ভেজা আঙুলে চিনি নিয়ে আলতো করে ঠোঁটের উপর পাঁচ মিনিট ঘষতে হবে।
তারপর পানি দিয়ে ধুয়ে লিপবাম লাগিয়ে নিতে পারেন। এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন নিয়ম করে করলেই উপকার পাবেন।

২. কখনো ঠোঁট শুকনো রাখা যাবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই লিপবাম লাগিয়ে ঘুমাবেন।
এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁটের আর্দ্র ভাব বজায় রাখতে বেশি করে পানি ও ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে।

৩. শিশুদের দাঁত মাজার নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঠোঁটে হলকাভাবে ঘষলে উপকার পাবেন। এতে ঠোঁটে গোলাপি ভাব আসতে পারে।

৪. এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ অলিভ অয়েল, এক টেবিল চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ ঠোঁটে আলতো করে ঘষে কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এতে ঠোঁটের নরম ভাব আসবে।

৫. ঠোঁটের উজ্জ্বলতা ধরে রাখতে ধূমপান ও তামাক সেবন বন্ধ করা জরুরি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

Please Share This Post in Your Social Media

কয়েকটি উপায়ে ঠোঁটে গোলাপি আভা নিয়ে আসুন

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
Update Time : ০৬:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

আমরা ত্বক ও চুলের যতটা গুরুত্ব দিয়ে থাকি ঠোঁটের ততটা গুরুত্ব দেওয়া হয় না। ঠোঁটের আমরা বরাবরই অবহেলা করি। দিনের বেশির ভাগ সময় রোদে কাটালে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ঠোঁটের রঙ কালচে হয়ে যায়। এ ছাড়া ধূমপান ও তামাকের আসক্তি থাকলেও ঠোঁট কালো হওয়ার ঝুঁকি বাড়ে।

গোলাপি ঠোঁট পেতে চাইলে ঠোঁটের বাড়তি নিতে হবে। কী কী করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং ঠোঁট গোলাপি হবে চলুন জেনে নেই।

১. ঠোঁটের গোলাপি রং ধরে রাখতে নিয়মিত স্ক্রাবিং করা জরুরি। ভেজা আঙুলে চিনি নিয়ে আলতো করে ঠোঁটের উপর পাঁচ মিনিট ঘষতে হবে।
তারপর পানি দিয়ে ধুয়ে লিপবাম লাগিয়ে নিতে পারেন। এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন নিয়ম করে করলেই উপকার পাবেন।

২. কখনো ঠোঁট শুকনো রাখা যাবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই লিপবাম লাগিয়ে ঘুমাবেন।
এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁটের আর্দ্র ভাব বজায় রাখতে বেশি করে পানি ও ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে।

৩. শিশুদের দাঁত মাজার নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঠোঁটে হলকাভাবে ঘষলে উপকার পাবেন। এতে ঠোঁটে গোলাপি ভাব আসতে পারে।

৪. এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ অলিভ অয়েল, এক টেবিল চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ ঠোঁটে আলতো করে ঘষে কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এতে ঠোঁটের নরম ভাব আসবে।

৫. ঠোঁটের উজ্জ্বলতা ধরে রাখতে ধূমপান ও তামাক সেবন বন্ধ করা জরুরি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া