ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো : হাসনাত আব্দুল্লাহ লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় চালকের যাবজ্জীবন রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করায় ৩০০ কোটির ক্ষতিপূরণ গুনছে ইউটিউব পুরান ঢাকাকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নিবো – আলহাজ্ব আব্দুর রহমান সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না : ক্রীড়া উপদেষ্টা বিজিবি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে : ডিজি লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

কবে বিয়ে করছেন লাবণ্য-বরুণ

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ১৮৪ Time View

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে অনেক দিন গুঞ্জন উড়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৯ জুন বাগদান সারেন এই যুগল। গত জুলাই মাসে জানা যায়, বিয়ের ভেন্যু হিসেবে ইতালিকে বেছে নিয়েছেন তারা।

তবে অজানা ছিল বিয়ের দিনক্ষণ। হায়দরাবাদ টাইমস-কে একটি সূত্র বলেন, ‘আগামী ১ নভেম্বর ইতালির একটি দৃষ্টিনন্দন ভিলায় বরুণ-লাবণ্যর বিয়ের আনুষ্ঠানিকতা হবে। তেলেগু রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হবে। বাগদানের মতো বিয়ের আনুষ্ঠানিকতাও খুব ঘনিষ্ঠজনদের নিয়ে সম্পন্ন হবে।’ ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা-কে একটি সূত্র বলেন- ‘লাবণ্য-বরুণের বিয়ের দিন চ‚ড়ান্ত করা হয়েছে। এটিকে স্মরণীয় দিনে পরিণত করতে কোনিদেলা-আল্লু পরিবারের সদস্যরা প্রস্তুতি শুরু করেছেন। ইউরোপে গ্রীষ্মের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

আগামী নভেম্বরে ইতালিতে সাতপাকে বাঁধা পড়বেন লাবণ্য-বরুণ।’ রণবীর সিং-দীপিকা, আনুশকা-বিরাটের মতো এ জুটির বিয়েও ঘনিষ্ঠজনদের নিয়ে সম্পন্ন হবে। কড়া নিরাপত্তার বলয়ে বিয়ের কাজ সম্পন্ন করবেন বলেও সূত্রটি জানিয়েছে। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, সবার দৃষ্টি এখন বরুণ-লাবণ্যর দিকে। ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা। দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। গত ৯ জুন রাতে ভারতের হায়দরাবাদে আংটি বদল করেন বরুণ-লাবণ্য। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, রাম চরণ, নীহারিকা কোনিদেলা-সহ তেলেগু ইন্ডাস্ট্রির একাধিক প্রভাবশালী তারকা। বরুণের চাচা তেলেগু ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা চিরঞ্জীবী এবং পবন কল্যাণ। তার কাজিন সুপারস্টার আল্লু অর্জুন এবং রাম চরণ।

বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েকটি সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন তারা। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান বরুণ-লাবণ্য।

Please Share This Post in Your Social Media

কবে বিয়ে করছেন লাবণ্য-বরুণ

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৭:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে অনেক দিন গুঞ্জন উড়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৯ জুন বাগদান সারেন এই যুগল। গত জুলাই মাসে জানা যায়, বিয়ের ভেন্যু হিসেবে ইতালিকে বেছে নিয়েছেন তারা।

তবে অজানা ছিল বিয়ের দিনক্ষণ। হায়দরাবাদ টাইমস-কে একটি সূত্র বলেন, ‘আগামী ১ নভেম্বর ইতালির একটি দৃষ্টিনন্দন ভিলায় বরুণ-লাবণ্যর বিয়ের আনুষ্ঠানিকতা হবে। তেলেগু রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হবে। বাগদানের মতো বিয়ের আনুষ্ঠানিকতাও খুব ঘনিষ্ঠজনদের নিয়ে সম্পন্ন হবে।’ ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা-কে একটি সূত্র বলেন- ‘লাবণ্য-বরুণের বিয়ের দিন চ‚ড়ান্ত করা হয়েছে। এটিকে স্মরণীয় দিনে পরিণত করতে কোনিদেলা-আল্লু পরিবারের সদস্যরা প্রস্তুতি শুরু করেছেন। ইউরোপে গ্রীষ্মের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

আগামী নভেম্বরে ইতালিতে সাতপাকে বাঁধা পড়বেন লাবণ্য-বরুণ।’ রণবীর সিং-দীপিকা, আনুশকা-বিরাটের মতো এ জুটির বিয়েও ঘনিষ্ঠজনদের নিয়ে সম্পন্ন হবে। কড়া নিরাপত্তার বলয়ে বিয়ের কাজ সম্পন্ন করবেন বলেও সূত্রটি জানিয়েছে। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, সবার দৃষ্টি এখন বরুণ-লাবণ্যর দিকে। ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা। দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। গত ৯ জুন রাতে ভারতের হায়দরাবাদে আংটি বদল করেন বরুণ-লাবণ্য। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, রাম চরণ, নীহারিকা কোনিদেলা-সহ তেলেগু ইন্ডাস্ট্রির একাধিক প্রভাবশালী তারকা। বরুণের চাচা তেলেগু ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা চিরঞ্জীবী এবং পবন কল্যাণ। তার কাজিন সুপারস্টার আল্লু অর্জুন এবং রাম চরণ।

বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েকটি সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন তারা। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান বরুণ-লাবণ্য।