কবীর সুমনের বাসায় আসিফ

- Update Time : ০১:৪৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১০০ Time View
এটা তোমার বাড়ি, এখানে আসবে নিয়মিত- বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফকে এভাবেই বললেন কবীর সুমন।
বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন আসিফ। সম্প্রতি এই গায়ক কলকাতায় গিয়েছেন, সেখানে গিয়েই কবীর সুমনের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন।
এ বিষয়ে আসিফ বলেন, শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমনের সঙ্গে পরিচিত হওয়ার পর কলকাতায় আসার ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছিল। এর মধ্যে অবশ্য তিনি ঢাকা সফরে গিয়েছিলেন, সেখানে দেখাও করেছি, একসঙ্গে রেকর্ডিং করার সৌভাগ্যও হয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মন্ত্রমুগ্ধ করে রেখেছেন একটা বিশাল প্রজন্মকে। শ্রদ্ধেয় কবীর সুমনকে নিয়ে অনেক কথা বলার যোগ্যতা আমার নেই।
কবীর সুমনের উচ্চতা নিয়ে বলেন, কবীর সুমন নিজেই এক বিশাল স্বশাসিত প্রতিষ্ঠান, সংগীতের মহিরুহ। বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছেন নিয়মিত। সেই সঙ্গে বাংলা খেয়াল নিয়ে চালিয়ে যাচ্ছেন এক মহাযুদ্ধ। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষায়ই শুদ্ধ সংগীতের চর্চায় অভ্যস্ত হয়ে উঠুক।
আসিফ আকবর সংগীতবিষয়ক একটি সংস্থার কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। মূলত সে বিষয়ে একটি চুক্তি করতে কলকাতায় গিয়েছেন।
আসিফ বলেন, অনেক সাধের কলকাতা সফরে এসেই জ্বরের খপ্পরে পড়ে গেছি। হোটেল থেকে বেরোতেই পারিনি, ঘোরাফেরা তো দূরের কথা! গত বুধবার ওনার বাসায় গিয়ে চুক্তিপত্রে সাইন করে এসেছি। সর্বদা প্রাণোচ্ছ্ল ও প্রাণবন্ত এই জীবন্ত কিংবদন্তি আমাকে বুকে টেনে নিয়েছেন নিজের সন্তানের মতো। ফেরার সময় বলেছেন- ‘এটা তোমার বাড়ি, এখানে আসবে নিয়মিত।’
তিনি বলেন, ‘শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন বটবৃক্ষ হয়ে ছায়া দেবেন আমাদের- এই বিষয়টি নিশ্চিত। প্রিয় মুরব্বি- আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।’