কবিরাজের বস্তাবন্দি লাশ মিলল ভুট্টা ক্ষেতে

- Update Time : ০৬:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৪৫ Time View
কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো: রংপুর সদরের লাহিড়ীর হাটে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় মন্দেল মিয়া (৫৫) নামের এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রংপুর সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার রায় জানান, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের লাহিড়ীর হাটের একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি লাশের সংবাদ দেন স্থানীয়রা। পরে সেখানে পুলিশ গিয়ে একটি সাদা বস্তাবন্দি লাশ উদ্ধার করি।
স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দেওয়া সনাক্ত মতে ওই ব্যক্তির নাম মন্দেল মিয়া (৫৫)। তিনি ইশ্বরপুর সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি একজন পেশায় গ্রাম্য কবিরাজ।
এদিকে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মরদেহ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, কে বা কারা তাকে হত্যা করে এভাবে বস্তাবন্দি করে রেখেছে, তা এখনো জানা যায়নি। সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।