কন্যা সন্তানের মা হলেন দীপিকা

- Update Time : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৭ Time View
প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছিলেন বলিউড তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। শুধু এ তারকা দম্পতিই নন, তাদের অনাগত সন্তানের অপেক্ষায় ছিলেন ভক্তরাও। তবে এবার অপেক্ষার পালা শেষ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন।
এর আগে, শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা যায়। পরে হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন।
কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের।
দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের। সেখান থেকেই প্রেম, অবশেষে বিয়ে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েলের কাজ শুরু করবেন।
নওরোজ/এসএইচ