ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
চাঁনখারপুলে ৭ ছাত্র-জনতা হত্যা

কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৯৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম, মো. মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। আসামীপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও প্রসিকউটর বি এম সুলতান মাহমুদ বলেন, গত ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার মামলায় গ্রেফতার আছেন মোহাম্মদ সুজন হোসেন। তাকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম।

আবেদন শুনানি শেষে গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া আগামী ২৩ জানুয়ারি তার বিষয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চাঁনখারপুলে শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

চাঁনখারপুলে ৭ ছাত্র-জনতা হত্যা

কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম, মো. মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। আসামীপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও প্রসিকউটর বি এম সুলতান মাহমুদ বলেন, গত ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার মামলায় গ্রেফতার আছেন মোহাম্মদ সুজন হোসেন। তাকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম।

আবেদন শুনানি শেষে গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া আগামী ২৩ জানুয়ারি তার বিষয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চাঁনখারপুলে শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।