কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দী

- Update Time : ০২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১৫ Time View
কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ভাড়া বাসায় চুরি করতে ঢুকে কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামী আবুল কালাম প্রকাশ পারভেজ ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
২৪ জুলাই (বৃহস্পতিবার) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ জবানবন্দী প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন কোটের জিআরও মোবারক হোসেন।
জবানবন্দীতে তিনি স্বীকার করেন,গত ১৫ জুলাই রাত ৩ টার দিকে পালাকাটার আজিজ, আবুল হাশেম ও অটোরিক্সা চালক বেলালসহ চকরিয়া পৌরসভা কার্যালয় গেট চিংড়ি চত্বর গলির মুখে কাপড়-চোপড় পরিবর্তন করে বেলালের অটোরিক্সা করে সিকদার পাড়ায় যাই।
আজিজ ও হাশেম আলাদাভাবে চুরি করতে যায়। রাত ৩ টার দিকে আমি উত্তর পাশের গলিতে যাই। যে ঘরে চুরি করতে যাই ওই ঘরের জানালা খোলা ছিল। জানালা দিয়ে দেখি ১জন মহিলা ঘরের মেঝেতে ২টি বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে।
জানালা খোলা আছে দেখে বের হয়ে একটি বাঁশ দিয়ে দরজার ছিটকিনি খোলার জন্য বাঁশের মাথায় প্লাস্টিক দিয়ে ছোট একটি কাঠের ডাল বেধে ফাঁদ বানাই। এরপর দরজার ছিটকিনি খুলে বাসার সামনে সিসি ক্যামেরা থাকায় লাইট বন্ধ করে দিই। ঘরে ঢুকে একটি বাটন ফোন,এনড্রয়েড ফোন ও ২৭শত টাকা নিই। ওই মহিলা ঘুমন্ত অবস্থায় ছিল। চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরির ভয় দেখিয়ে নিবৃত করি। পরে ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করি। তিনি অনুরোধ করেন ছেলে-মেয়েদের সামনে কোন কিছু না করার জন্য। পরে রান্না ঘরে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করি। সেখান থেকে পালিয়ে গিয়ে আজিজ, আবুল হাশেম ও বেলালসহ চারজনে ৩ শত টাকা করে ভাগ করি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,ঘটনার ২৪ ঘন্টার মাথায় অভিযান চালিয়ে ধর্ষক আবুল কালামকে গ্রেফতার করা হয়।
আদালত আবুল কালামকে দুটি মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী প্রদান করে তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়