ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেককে ১ হাজার ডলার দেবেন ট্রাম্প মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর দেশে ফিরলেন খালেদা জিয়া ঈদুল আজহার ছুটি ১০ দিন স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার টেকসই উন্নয়নের জন্য কৃষি, প্রাণ-প্রকৃতি ও খাদ্য নিরাপত্তার সমন্বয় জরুরি – পরিবেশ উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: ডিএমপির বিশেষ নির্দেশনা চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসনাতের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও কোন গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি

কনসার্টে ব্রিটনিকে সঙ্গে চান ম্যাডোনা

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ২৯১ Time View

ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা কাটিয়ে আবার কনসার্টে ফিরছেন পপ তারকা ম্যাডোনা। স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ এর নতুন তারিখ কয়েক দিন আগেই ঘোষণা করেছিলেন তিনি।

এবার ম্যাডোনা তার আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হতে যাওয়া ‘সেলিব্রেশন ট্যুর’ এ পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সকে সঙ্গে চান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি শোতে নিজের সঙ্গে ম্যাডোনাকে মঞ্চে রাখতে চান ব্রিটনি।

লস অ্যাঞ্জেলেসে মোট ৫টি শো রয়েছে ম্যাডোনার। ২০০৩ সালে দু’জনের একসঙ্গে গাওয়া গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে মঞ্চে নিয়ে আসতে চান। ২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে।

তাই দু’জনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছে প্রকাশ করেছেন ম্যাডোনা। বিবিসি আরো জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন। এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন।

এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা। এদিকে ব্যক্তিজীবনে বেশ ঝামেলায় আছেন ব্রিটনি। তিনি সংবাদের শিরোনাম হয়েছেন তৃতীয় স্বামী স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে। ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি।

 

Please Share This Post in Your Social Media

কনসার্টে ব্রিটনিকে সঙ্গে চান ম্যাডোনা

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা কাটিয়ে আবার কনসার্টে ফিরছেন পপ তারকা ম্যাডোনা। স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ এর নতুন তারিখ কয়েক দিন আগেই ঘোষণা করেছিলেন তিনি।

এবার ম্যাডোনা তার আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হতে যাওয়া ‘সেলিব্রেশন ট্যুর’ এ পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সকে সঙ্গে চান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি শোতে নিজের সঙ্গে ম্যাডোনাকে মঞ্চে রাখতে চান ব্রিটনি।

লস অ্যাঞ্জেলেসে মোট ৫টি শো রয়েছে ম্যাডোনার। ২০০৩ সালে দু’জনের একসঙ্গে গাওয়া গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে মঞ্চে নিয়ে আসতে চান। ২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে।

তাই দু’জনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছে প্রকাশ করেছেন ম্যাডোনা। বিবিসি আরো জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন। এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন।

এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা। এদিকে ব্যক্তিজীবনে বেশ ঝামেলায় আছেন ব্রিটনি। তিনি সংবাদের শিরোনাম হয়েছেন তৃতীয় স্বামী স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে। ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি।