কদমতলীতে ছোট ভাই হত্যার প্রধান আসামি বড় ভাই গ্রেফতার

- Update Time : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৪৩ Time View
রাজধানীর কদমতলীতে মিরাজুল ইসলাম শাওনের (৪০) হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিএমএম কোর্টে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া সিরাজুল কদমতলী আলী হাওলাদারের (৭৫) ছেলে। সম্পর্কে শাওনের বড় ভাই সিরাজুল।
জানা গেছে, বাবা সবেদ আলী ছোট ছেলে শাওনের ব্যাংক অ্যাকাউন্টে আট লাখ টাকা জমা দেয়। এ টাকা দেওয়াকে কেন্দ্র করে বাবার ওপর ক্ষিপ্ত হন বড় ছেলে সিরাজুল। তাকেও আট লাখ টাকা দিতে অথবা তার নামে ঘরবাড়ি ও গরুর খামার লিখে দিতে বাবাকে চাপ প্রয়োগ করেন তিনি। কিন্তু বাবা সবেদ আলী এতে রাজি না হওয়ায় গত ৬ মে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় সিরাজুল।
গত ৭ মে বিকালে শাওন তার অসুস্থ বাবাকে দেখতে দনিয়া রসুলবাগস্থ ১৮৭৩ নম্বর বাসায় যায়। ওই সময় বড় ভাই সিরাজুল ছোট ভাইয়ের ওপর অতর্কিত হামলা করে। শাওনকে মারধর করে পালিয়ে যান তিনি।
স্থানীয়রা শাওনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ধানমণ্ডির পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ১০ মে ভোরে শাওন মারা যায়।
কদমতলী থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ছোট ভাই শাওনকে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সিরাজুলকে প্রধান আসামি করা হয়। মামলার পর থেকে সিরাজ আত্মগোপনে চলে যায়। সোমবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালতে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন সিরাজুল।