কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো বিষধর সাপ

- Update Time : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ২০৬ Time View
কক্সবাজারের সমুদ্র সৈকতে অত্যন্ত বিষধর একটি সামুদ্রিক সাপ দেখা গেছে। গবেষকরা জানিয়েছেন, এই সাপের কোনো অ্যান্টি-ভেনম নেই।
শুক্রবার (১১ আগস্ট) রাতে শহরের সমিতিপাড়ার সমুদ্র সৈকতে হলদে পেটের সাপটি দেখা যায়। স্থানীয় সাংবাদিক আব্দুর রাশেদ মানিক সাপটির ফুটেজ ধারণ করেন।
আব্দুর রাশেদ মানিক জানান, স্থানীয় কয়েকজন ও তিনি সৈকতে সাপটিকে দেখেন। পরে সাপটি সাগরে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী বলেন, ‘হলদে পেটের এই সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল।’
তবে ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে।’