ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গুলিস্তান থেকে গ্রেপ্তার

সাজিদ মাহমুদ ইফতি, ঢাকা
  • Update Time : ০২:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৪৩ Time View

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।

গ্রেপ্তারকৃতদের নাম মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে পল্টন থানার একটি টিম। অভিযানের এক পর্যায়ে গুলিস্তান এলাকায় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে মেহেদী হাসান ও আরিফুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশেই তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। তারা অতীতেও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গুলিস্তান থেকে গ্রেপ্তার

সাজিদ মাহমুদ ইফতি, ঢাকা
Update Time : ০২:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।

গ্রেপ্তারকৃতদের নাম মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে পল্টন থানার একটি টিম। অভিযানের এক পর্যায়ে গুলিস্তান এলাকায় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে মেহেদী হাসান ও আরিফুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশেই তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। তারা অতীতেও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।