ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ
- Update Time : ০৭:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ২৩ Time View
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসি প্রাঙ্গণে এসে সমবেত হয়। সেখানে বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আমাদের জুলাই যোদ্ধা, সহযোদ্ধা যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার কন্ঠ আমরা সর্বদাই শুনতে পাই এবং যাকে বাংলাদেশের তরুণ সমাজ সংসদে দেখতে চায়, যিনি সংসদে দাঁড়িয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবে আমাদের সেই সহযোদ্ধার কণ্ঠস্বরকে পতিত স্বৈরাচার এবং ভারতীয় গুপ্তচর সন্ত্রাসীরা চায় দমিয়ে রাখতে। তাই আজকে সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধা আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে সন্ত্রাসী কায়দায় গুলি করে টার্গেট কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি হাদি ভাই যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। তবে আমরা বলতে চাই, যারাই আমাদের সহযোদ্ধা দের কে গুলি করার চেষ্টা করবে, আমাদেরকে দমন করার চেষ্টা করবে তারা হয়তো ভুলে যাচ্ছে, শুধু হাদি ভাই একজন নয়; হাদি ভাইয়ের মতো শত শত হাদি ভাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্যাম্পাসে তাদের প্রতিচ্ছবি এখনও বিরাজমান। তারা কতজন হাদিকে দমন করতে পারবে?”
জুলাই পরবর্তী বাংলাদেশে আর ফ্যাসিবাদের ও আধিপত্যবাদের জায়গা হবেনা উল্লেখ করে জাহিদ বলেন, “ভারত চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে। স্বাধীনতার পর থেকে ভারত বারংবার চেয়েছে এদেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করতে। কিন্তু বাংলার ছাত্রসমাজ রক্ত দিয়ে প্রমাণ করেছে, আমরা আবার রক্ত দেবো কিন্তু আদিপত্ববাদকে ফাসিবাদকে বৈষম্যকে আর বাংলার মাটিতে ফিরতে দেবো না।”























































































































































































