দুদকের গণশুনানী
ওসমানী মেডিকেল কলেজের কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিলেন দুদক চেয়ারম্যান
- Update Time : ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৯ Time View
সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে সরকারি চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উাঠায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান শেখর দাসকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
গত রোববার দুপুরে নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে এই ঘটনা ঘটে।
গণশুনানিতে শেখর দাসের বিরুদ্ধে অভিযোগ করে বিশ্বজিৎ দাস নামে একজন জানান, শেখর দাস তাঁর কাছ থেকে চাকরির কথা বলে দুই লাখ টাকা নেন। কিন্তু পরে চাকরি না দিয়ে অর্থও ফেরত দেননি। অভিযোগ শোনার পরপরই দুদক চেয়ারম্যান বরখাস্তের নির্দেশ দিয়ে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া গণশুনানিতে মোট ৭৩টি অভিযোগের শুনানি হয়। বিভিন্ন দপ্তরের অভিযুক্ত কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।
গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুদকে দুর্নীতিও আছে। আমরা সেবাগ্রহীতাদের অভিযোগগুলো নিয়মিত রেইডের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।’ সরকারি দপ্তরগুলোর সেবা দানকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।সিলেটের সাদাপাথর লুটকাণ্ডের প্রসঙ্গ টেনে দুদক চেয়ারম্যান বলেন, ‘সাদাপাথর সেখানে ছিল না, পরে এসেছে এটা সত্য। এখানে কারা জড়িত, সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি তাঁদের পার্লামেন্টে চান।’ গণশুনানিতে পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া পাসপোর্ট না পাওয়া, হাসপাতালের ১৫ টাকার টিকিট ২০ টাকা নেওয়া, গ্যাস সংযোগে অনিয়মসহ একাধিক অভিযোগ ওঠে। প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাগুলোর সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে শুরু হওয়া এই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি বা বঞ্চনার শিকার হওয়া নাগরিকরা মোট ৭৩টি অভিযোগ সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। পরে এসব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতেই এমন গণশুনানির আয়োজন করা হচ্ছে।
সারাদেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে আজ সিলেটে গণশুনানি অনুষ্ঠিত হলো। কোথাও দুর্নীতি বা অনিয়মের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। গণশুনানিতে স্বশরীরে হাজির হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কের কাজে ধীরগতি, অনিয়ম এবং সিলেট-ঢাকা রুটে বিমানের টিকিটের উচ্চমূল্যসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম প্রমুখ। শুনানী শেষে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা অভিযান চালাচ্ছি এবং এর সুফলও পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, ‘দুদকে অনেক কর্মী দুর্নীতির তথ্য চাপা দেন, তবে গণমাধ্যম তা করে না। তাই গণমাধ্যমকে আমরা সবসময় গুরুত্ব দেই। অনুষ্ঠানে মহাপরিচালক মোঃ আকতার হোসেন,সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি’র অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































