ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বিমানের যাত্রা বাতিল ও বিকল্প ফ্লাইটে যাত্রী প্রেরণ

ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
  • Update Time : ১২:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১৯৩৯ Time View

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি বিমানের।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার পর ফ্লাইটটির এ যাত্রা বাতিল করা হয়েছ।

বিমানবন্দর সূত্রে জানাায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করেন।

প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করা হবে। পরীক্ষা শেষে বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, “বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পর নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দুপুর আড়াইটায় বিকল্প বিমানে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

বিমানের যাত্রা বাতিল ও বিকল্প ফ্লাইটে যাত্রী প্রেরণ

ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
Update Time : ১২:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি বিমানের।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার পর ফ্লাইটটির এ যাত্রা বাতিল করা হয়েছ।

বিমানবন্দর সূত্রে জানাায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করেন।

প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করা হবে। পরীক্ষা শেষে বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, “বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পর নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দুপুর আড়াইটায় বিকল্প বিমানে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন যাত্রীরা।