ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অর্থপাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার জাহাজভাঙা শিল্প উপকূলের জন্য মারাত্মক: পরিবেশ উপদেষ্টা চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড ঘরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, নারী গ্রেফতার টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি সানাউল্লাহ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন রাষ্ট্রপতির সাথে নব নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ রায়হান হত্যা মামলার শুনানী পেছালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে ফের বিজ্ঞপ্তি

ওরিয়ন গ্রুপের প্রতি সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩১৫ Time View

দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সমাজ ওরিয়ন গ্রুপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।

এতে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা ব্যবসায়ী আওয়ামী লিগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা একযোগে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মামলা শুধু দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা ওরিয়ন গ্রুপকে ‘ফ্যাসিস্ট পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি ক্ষমতার অপব্যবহার ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা।

“ওরিয়ন গ্রুপের দায়েরকৃত এই মামলা সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এই মামলা সাংবাদিক সমাজকে ভয় দেখানোর একটি উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক, সংবাদমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ, যারা একযোগে ওরিয়ন গ্রুপের এ ধরনের মানহানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিকরা ওরিয়ন গ্রুপকে হুশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করলে ও গণমাধ্যমের স্বাধীনতায় সম্মান না দেখালে সাংবাদিক সমাজ তাদের আন্দোলন অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্যাসিস্টের দোসর ওরিয়ন গ্রুপ বিভিন্ন খাতে নিজেদের আধিপত্যের জন্য সমালোচিত, এ নিয়ে সংবাদ প্রকাশ করলে দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, উক্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রচার করেছে। মামলা থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে সাংবাদিকরা এই আইনি পদক্ষেপকে সাংবাদিকতা স্তব্ধ করার কৌশল হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

ওরিয়ন গ্রুপের প্রতি সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সমাজ ওরিয়ন গ্রুপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।

এতে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা ব্যবসায়ী আওয়ামী লিগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা একযোগে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মামলা শুধু দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা ওরিয়ন গ্রুপকে ‘ফ্যাসিস্ট পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি ক্ষমতার অপব্যবহার ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা।

“ওরিয়ন গ্রুপের দায়েরকৃত এই মামলা সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এই মামলা সাংবাদিক সমাজকে ভয় দেখানোর একটি উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক, সংবাদমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ, যারা একযোগে ওরিয়ন গ্রুপের এ ধরনের মানহানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিকরা ওরিয়ন গ্রুপকে হুশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করলে ও গণমাধ্যমের স্বাধীনতায় সম্মান না দেখালে সাংবাদিক সমাজ তাদের আন্দোলন অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্যাসিস্টের দোসর ওরিয়ন গ্রুপ বিভিন্ন খাতে নিজেদের আধিপত্যের জন্য সমালোচিত, এ নিয়ে সংবাদ প্রকাশ করলে দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, উক্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রচার করেছে। মামলা থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে সাংবাদিকরা এই আইনি পদক্ষেপকে সাংবাদিকতা স্তব্ধ করার কৌশল হিসেবে দেখছেন।