ওমানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের উদ্যোগে আলোচনা সভা
- Update Time : ০৬:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ২৯২ Time View
প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ওমান” এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বাংলাদেশের নতুন রাজনীতিতে এনসিপির কাছে প্রবাসীদের প্রত্যাশা” শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয় লিওয়া আল জাহিয়া-র দারুল সেন্টারে।
সভায় সভাপতিত্ব করেন দারুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন আবদু রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল বেরমীর পরিচিত ব্যবসায়ী মোশাররফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি একটি ইতিবাচক ও সময়োপযোগী ধারা তৈরি করেছে। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে এই দল যেভাবে কথা বলছে, তা আশাব্যঞ্জক। তারা বলেন, নতুন নেতৃত্ব গঠনে প্রবাসীদের সম্পৃক্ততা অপরিহার্য।
আলোচনায় প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুনরায় উন্মুক্তকরণ এবং বিমানের টিকিটের মূল্য সহনীয় করার দাবিও উঠে আসে।
আয়োজকরা জানান, এই সভার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, প্রবাসে থেকেও প্রবাসীরা দেশের রাজনীতি নিয়ে ভাবেন এবং ভবিষ্যৎ নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।








































































































































































































