ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমরায় গিয়ে এক পরিবারের ৩ প্রজন্মের সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১৫ Time View

পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত হয়েছেন। সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ দুর্ঘটনায় তারা নিহত হন। তাদের মধ্যে ৯ জন শিশু রয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন একই পরিবারের সদস্য রয়েছেন। নিহতরা সবাই ভারতের হায়দরাবাদের বাসিন্দা। পরিবারের স্বজনদের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় নিহতদের আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, তার শ্বশুর-শাশুড়ি, ভাসুর, তিন ভাবি এবং তাদের সন্তানরা উমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। তারা আট দিন আগে গিয়েছিলেন। উমরাহ সম্পন্ন করে মদিনায় ফেরার পথে রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসে আগুন ধরে গেলে কেউ বের হতে পারেনি। শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি জানান, আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম। কিন্তু হঠাৎই সব শেষ হয়ে গেল। আমাদের পরিবারে ১৮ জন একসঙ্গে মারা গেছে। তাদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু। এটি আমাদের জন্য অসহনীয় ট্র্যাজেডি।

নিহতদের মধ্যে নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা রয়েছেন।

দুর্ঘটনায় হায়দরাবাদের রামনগরে নাসিরুদ্দিনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির দরজা খুলতেই কান্না থামছিল না তার বোনের। তিনি বলেন, আমার ভাইয়ের পুরো পরিবার শেষ হয়ে গেছে।

বাসটিতে থাকা বেশিরভাগ হায়দরাবাদের বাসিন্দা। স্থানীয় গণমাধ্যম জানায়, বাসটি মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। গভীর রাতে যাত্রীরা ঘুমিয়ে থাকায় দ্রুত বের হতে পারেননি, ফলে আগুনে পুড়ে বহুজন মারা যান।

Please Share This Post in Your Social Media

ওমরায় গিয়ে এক পরিবারের ৩ প্রজন্মের সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত হয়েছেন। সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ দুর্ঘটনায় তারা নিহত হন। তাদের মধ্যে ৯ জন শিশু রয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন একই পরিবারের সদস্য রয়েছেন। নিহতরা সবাই ভারতের হায়দরাবাদের বাসিন্দা। পরিবারের স্বজনদের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় নিহতদের আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, তার শ্বশুর-শাশুড়ি, ভাসুর, তিন ভাবি এবং তাদের সন্তানরা উমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। তারা আট দিন আগে গিয়েছিলেন। উমরাহ সম্পন্ন করে মদিনায় ফেরার পথে রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসে আগুন ধরে গেলে কেউ বের হতে পারেনি। শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি জানান, আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম। কিন্তু হঠাৎই সব শেষ হয়ে গেল। আমাদের পরিবারে ১৮ জন একসঙ্গে মারা গেছে। তাদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু। এটি আমাদের জন্য অসহনীয় ট্র্যাজেডি।

নিহতদের মধ্যে নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা রয়েছেন।

দুর্ঘটনায় হায়দরাবাদের রামনগরে নাসিরুদ্দিনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির দরজা খুলতেই কান্না থামছিল না তার বোনের। তিনি বলেন, আমার ভাইয়ের পুরো পরিবার শেষ হয়ে গেছে।

বাসটিতে থাকা বেশিরভাগ হায়দরাবাদের বাসিন্দা। স্থানীয় গণমাধ্যম জানায়, বাসটি মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। গভীর রাতে যাত্রীরা ঘুমিয়ে থাকায় দ্রুত বের হতে পারেননি, ফলে আগুনে পুড়ে বহুজন মারা যান।