ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এশিয়া কাপ মুট কোর্ট কম্পিটিশন ২০২৩

এশিয়া কাপ জয় করলো ঢাকা বিশ্ববিদ্যালয় !

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ৫৭৭ Time View

এশিয়া কাপ মুট কোর্ট কম্পিটিশন ২০২৩ এ বিজয়ী হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (ডিইউএমসিএস)।

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কম্বোডিয়ার টিমকে হারিয়ে দিয়ে বিজয় অর্জন করে ডিইউএমসিএস।

এ প্রতিযোগিতায় বেস্ট এপ্লিক্যান্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং থার্ড বেস্ট রেসপন্ডেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ডও জিতেছে ডিইউএমসিএস টিম ।

প্রতিযোগিতায় ডিইউএমসিএস কে প্রতিনিধিত্বকারী চার সদস্যের এই দলে ছিলেন ঐশী রহমান,রাফিদ আজাদ সৌমিক, ফিয়াজ রব্বানী এবং তানহা তানজিয়া।

মুট কোর্ট কম্পিটিশনে রাফিদ আজাদ সৌমিককে থার্ড বেস্ট এপ্লিক্যান্ট ওরালিস্ট হিসেবে পুরস্কৃত করা হয়েছে৷

ডিইউএমসিএস টিমের ঐশী রহমান আইন-৪৬ ব্যাচের শিক্ষার্থী। আর বাকি ৩ জনই আইন-৪৭ ব্যাচের।

এ কম্পিটিশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, জাপান, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, মঙ্গোলিয়া, নেপাল, থাইল্যান্ড ইত্যাদি সহ বিভিন্ন এশিয়ান দেশের দল অংশগ্রহণ করে।

ডিইউএমসিএস টিম কে সেমি ফাইনালে ইন্দোনেশিয়া এবং গ্রুপ পর্যায়ে থাইল্যান্ড এবং ভিয়েতনামকে মোকাবেলা করতে হয়েছিল।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম(আসিফ নজরুল) দৈনিক নওরোজকে বলেন, ডিইউএমসিএস এর এরূপ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করি সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বৈশ্বিক আইন অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিইউএমসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ৷

উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (ডিইউএমসিএস) অসংখ্য অর্জন থাকলেও এত বড় একটি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এটিই প্রথম। ঢাবি আইন পরিবারের আনন্দটা তাই একটু বেশিই।

Please Share This Post in Your Social Media

এশিয়া কাপ মুট কোর্ট কম্পিটিশন ২০২৩

এশিয়া কাপ জয় করলো ঢাকা বিশ্ববিদ্যালয় !

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

এশিয়া কাপ মুট কোর্ট কম্পিটিশন ২০২৩ এ বিজয়ী হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (ডিইউএমসিএস)।

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কম্বোডিয়ার টিমকে হারিয়ে দিয়ে বিজয় অর্জন করে ডিইউএমসিএস।

এ প্রতিযোগিতায় বেস্ট এপ্লিক্যান্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং থার্ড বেস্ট রেসপন্ডেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ডও জিতেছে ডিইউএমসিএস টিম ।

প্রতিযোগিতায় ডিইউএমসিএস কে প্রতিনিধিত্বকারী চার সদস্যের এই দলে ছিলেন ঐশী রহমান,রাফিদ আজাদ সৌমিক, ফিয়াজ রব্বানী এবং তানহা তানজিয়া।

মুট কোর্ট কম্পিটিশনে রাফিদ আজাদ সৌমিককে থার্ড বেস্ট এপ্লিক্যান্ট ওরালিস্ট হিসেবে পুরস্কৃত করা হয়েছে৷

ডিইউএমসিএস টিমের ঐশী রহমান আইন-৪৬ ব্যাচের শিক্ষার্থী। আর বাকি ৩ জনই আইন-৪৭ ব্যাচের।

এ কম্পিটিশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, জাপান, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, মঙ্গোলিয়া, নেপাল, থাইল্যান্ড ইত্যাদি সহ বিভিন্ন এশিয়ান দেশের দল অংশগ্রহণ করে।

ডিইউএমসিএস টিম কে সেমি ফাইনালে ইন্দোনেশিয়া এবং গ্রুপ পর্যায়ে থাইল্যান্ড এবং ভিয়েতনামকে মোকাবেলা করতে হয়েছিল।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম(আসিফ নজরুল) দৈনিক নওরোজকে বলেন, ডিইউএমসিএস এর এরূপ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করি সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বৈশ্বিক আইন অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিইউএমসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ৷

উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (ডিইউএমসিএস) অসংখ্য অর্জন থাকলেও এত বড় একটি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এটিই প্রথম। ঢাবি আইন পরিবারের আনন্দটা তাই একটু বেশিই।