ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এমপক্সের টিকার প্রথম চালান পেল কঙ্গো

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৩ Time View

এমপক্সের টিকার প্রথম চালান পৌঁছালো কঙ্গোতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মধ্য আফ্রিকার দেশটির রাজধানী কিনশাসায় টিকাবাহী প্রথম বিমানটি অবতরণ করে।

এমপক্স কঙ্গোতে মহামারী আকারে ছড়িয়ে পড়লে এর প্রাদুর্ভাব আশপাশে দেশেও ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত মধ্য আফ্রিকার দেশটিতে ২৭ হাজার মানুষের শরীরে এমপক্স শনাক্ত হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের। আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই শিশু।

কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা বলেন, যেসব প্রদেশে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে, সেখানে সবার আগে টিকা দেওয়া হবে। তবে এ টিকা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেওয়া যায় বলে জানান তিনি। বলেন, “এ টিকা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত।”

এমপক্স ভাইরাসের কয়েকটি ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে এ মুহূর্তে। এর মধ্যে একটি ধরন বেশি বিপজ্জনক। ‘ক্লেড ১বি’ নামের ধরনটি গত বছরের সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে।

এমপক্সি একটি সংক্রামক রোগ। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে এমপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাসপ্রশ্বাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফ্লুর মতো। রোগের একপর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

এমপক্সের টিকার প্রথম চালান পেল কঙ্গো

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

এমপক্সের টিকার প্রথম চালান পৌঁছালো কঙ্গোতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মধ্য আফ্রিকার দেশটির রাজধানী কিনশাসায় টিকাবাহী প্রথম বিমানটি অবতরণ করে।

এমপক্স কঙ্গোতে মহামারী আকারে ছড়িয়ে পড়লে এর প্রাদুর্ভাব আশপাশে দেশেও ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত মধ্য আফ্রিকার দেশটিতে ২৭ হাজার মানুষের শরীরে এমপক্স শনাক্ত হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের। আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই শিশু।

কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা বলেন, যেসব প্রদেশে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে, সেখানে সবার আগে টিকা দেওয়া হবে। তবে এ টিকা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেওয়া যায় বলে জানান তিনি। বলেন, “এ টিকা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত।”

এমপক্স ভাইরাসের কয়েকটি ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে এ মুহূর্তে। এর মধ্যে একটি ধরন বেশি বিপজ্জনক। ‘ক্লেড ১বি’ নামের ধরনটি গত বছরের সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে।

এমপক্সি একটি সংক্রামক রোগ। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে এমপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাসপ্রশ্বাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফ্লুর মতো। রোগের একপর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

নওরোজ/এসএইচ