এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

- Update Time : ০৫:১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৮২ Time View
সারদায় পুলিশ একাডেমির ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর।
এর আগে, রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।
নোটিশে আরও জানানো হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি, যা অসদাচারণের শামিল। আপনার এমন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিনদিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এর আগে, গত ২০ অক্টোবর রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত এসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। সারদায় প্রশিক্ষণরত ৬২ জন এএসপি ছাত্রলীগের বলে অভিযোগ রয়েছে। পরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই দফায় ২৫২ এসআই ও ৬২ এএসপির নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে ব্যাখ্যা দিতে নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়