এবার প্রভাসের বিপরীতে কাজল
- Update Time : ০৫:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৯ Time View
এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হাই-ভোল্টেজ সিনেমা ‘স্পিরিট’–এ প্রভাসের বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। বড় বাজেটের কোনো তেলুগু চলচ্চিত্রে এটি হবে কাজলের প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করা । এর আগে গুঞ্জন উঠেছিল—কারিনা কাপুর খান সিনেমাটির অংশ হতে পারেন, তবে তিনি স্পষ্ট করেছেন, তিনি এই সিনেমায় নেই।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে বি-টাউনে জোরালো আলোচনা—ছবির নির্মাতা গল্পটি কাজলকে শুনিয়েছেন এবং তিনি প্রস্তাবিত চরিত্রে বেশ মুগ্ধ বলে জানা গেছে। যদি কাজল এই ছবিতে যুক্ত হন, তাহলে ‘স্পিরিট’-এর মর্যাদা আরও বেড়ে যাবে।
শুধু তারকা-ক্ষমতার জন্য নয়, এই সিনেমাটি উত্তর ও দক্ষিণ ভারতীয় সিনেমার বড় ক্রসওভারের দৃষ্টান্ত হতে পারে। প্রভাসের জনপ্রিয়তা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনা আর কাজলের উপস্থিতি—তিনটি মিলে ছবিটিকে সত্যিকার অর্থে প্যান-ইন্ডিয়া স্পেকট্যাকল হিসেবে দাঁড় করাতে পারে। ইতোমধ্যেই বড় বাজেট ও বহু-ভাষায় মুক্তির কারণে সিনেমাটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং সাম্প্রতিক ‘অ্যানিমেল’-এর নির্মাতা ভাঙ্গা এবার ‘স্পিরিট’–এ বিশালাকারের অ্যাকশন-ড্রামা তৈরি করছেন।
সিনেমায় প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন—যেখানে থাকবে অ্যাকশন ও আবেগঘন গল্প। বর্তমানে এই সিনেমায় নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। শোনা যাচ্ছে, কাজলকে একটি গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে—যা ছোটখাটো বা ক্যামিও নয়, বরং গল্পে উল্লেখযোগ্য অবদান রাখবে।
যদি কাজল সিনেমাটিতে যোগ দেন, এটি হবে তার প্রথম পূর্ণমাত্রার তেলুগু চলচ্চিত্র অভিজ্ঞতা। তিনি আগে কয়েকটি তামিল ছবিতে কাজ করলেও, এটি হবে টলিউডে তার বড় আত্মপ্রকাশ। দক্ষিণ ভারতীয় ছবিগুলোর মধ্যে বড় বলিউড তারকাদের অন্তর্ভুক্ত করে সিনেমার পরিসর ও দর্শকসংখ্যা বাড়ানোর যে প্রবণতা চলছে, এই সিদ্ধান্ত সেটিরই প্রতিফলন।
তবে নির্মাতার পক্ষ থেকে এখনও এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসেনি। তাই কাজলের চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করতে হবে নির্মাতার ঘোষণার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































