ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার নিজাম হাজারীর বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১১:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৮ Time View

ফেনীতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িটিতে আগুন দেওয়া হয়।

জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পরে সোমবার রাতে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেইট ও দেয়ালের উপরে আগুন লাগিয়ে দেন। আগেই থেকে ধ্বংস হওয়া বাড়িটিতে কোনো কিছুই অবশিষ্ট নেই।

জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেইটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় উত্তেজিত জনতা নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র, খামারের গরু, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করলে পুরো বাগান বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Please Share This Post in Your Social Media

এবার নিজাম হাজারীর বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা

রাজনীতি ডেস্ক
Update Time : ১১:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ফেনীতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িটিতে আগুন দেওয়া হয়।

জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পরে সোমবার রাতে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেইট ও দেয়ালের উপরে আগুন লাগিয়ে দেন। আগেই থেকে ধ্বংস হওয়া বাড়িটিতে কোনো কিছুই অবশিষ্ট নেই।

জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেইটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় উত্তেজিত জনতা নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র, খামারের গরু, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করলে পুরো বাগান বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।